দক্ষিণ এশীয় সাইবার গেমস প্রতিযোগিতায় ডোটা গেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ এ শিরোপা যেতে। ‘দক্ষিণ এশীয় সাইবার গেমস চ্যাম্পিয়নশিপ’ নামের এ প্রতিযোগিতা গত শনিবার শেষ হওয়ার কথা থাকলেও গত রোববার ডোটা গেমটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ দলের ব্যবস্থাপক ইরফান হুসেন ই-মেইলে প্রথম আলোকে এ তথ্য জানান।
ডোটা গেমে বাংলাদেশ যে গ্রুপে ছিল, সেটিতে শ্রীলঙ্কার একটি ও ভারতের দুটি দল ছিল। বাংলাদেশ তিনটি খেলাতেই জয়ী হয়। এরপর ভারতের সঙ্গে ফাইনালে ডোটা গেমে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে পরাজয় এবং শেষ ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের বাইরে এই প্রথম সাইবার গেমসের একটি টুর্নামেন্টে বিজয়ী হলো বাংলাদেশ। তবে কাউন্টার স্ট্রাইক গেমে বাংলাদেশ কোনো সাফল্য পায়নি।
মাইক্রোসফট ইমাজিন কাপ ২০১০ প্রতিযোগিতার সেমিফাইনালে গিয়েছে বাংলাদেশ দল। ২০০৩ সাল থেকে মাইক্রোসফট শিক্ষার্থীদের জন্য সলিউশন ডেভেলপমেন্ট প্রতিযোগিতার আয়োজন করে আসছে যা ইমাজিন কাপ নামে পরিচিত।
প্রতি বছরের মতো এবারও ইমাজিন কাপে আছে সফটওয়্যার ডিজাইন, এমবেডেড ডিজাইন, গেইম ডিজাইন, ডিজিটাল মিডিয়া এবং আইটি চ্যালেঞ্জসহ পাঁচটি ক্যাটাগরি এবং এই ক্যাটাগরিগুলোয় সমাধান করার জন্য ইউনাইটেড নেশনের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের বিষয়বস্তুগুলোকে থিম হিসেবে ধরে দেওয়া হয়। আর পুরস্কার দেওয়ার জন্য এই ক্যাটাগরিগুলোকে আবার এনভিশনিং, ইন্টারনেট এক্সপ্লোরার-৮, ইন্টারঅপেরাবিলাটি, নেক্সট জেনারেশন ওয়েব, টাচ অ্যান্ড ট্যাবলেট এক্সিসিবিলিটি এবং উইন্ডোস ফোন সাতসহ ছয়টি পুরস্কারে ভাগ করা হয়েছে।
এ বছর পৃথিবীর ১৯৬টি দেশ থেকে ইমাজিন কাপে প্রায় সাড়ে তিন লাখ প্রতিযোগী নিবন্ধন করে, বিভিন্ন পর্যায়ে যারা মূল প্রতিযোগিতা থেকে বাদ পড়েন এবং শেষে প্রায় সাড়ে সাত হাজার প্রতিযোগী টিকে থাকেন। খবর বিজ্ঞপ্তির।
এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ইমাজিন কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৭৭ জন প্রতিযোগী এবং তাঁদের মধ্যে থেকে মূল প্রতিযোগিতায় অংশ নেন পাঁচজন। এই পাঁচজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তিন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দল ড্রিমকেইভ। ড্রিমকেইভের ‘উই-আর্থ’ প্রকল্পটি অংশ নিয়েছে নেক্সট জেনারেশন ওয়েব পুরস্কারের ক্যাটাগরিতে, যেখানে ১২৩টি দল অংশ নিয়েছিল এবং তাদের মধ্যে প্রতিযোগিতার পরে সেমিফাইনালে পৌঁছেছে ৩৭টি দল, যার মধ্যে ড্রিমকেইভ একটি।
ইমাজিন কাপের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় এই প্রথম ডিজিটাল বাংলাদেশের পতাকা হাতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে।
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment