পাঁচ বছর প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী তিশা। গতকাল বুধবার মানিকগঞ্জের সাটুরিয়ায় কাজীবাড়ি শুটিং স্পটে এ দুই তারকা প্রথম আলোর কাছে তাঁদের বিয়ের কথা ঘোষণা দেন। ঢাকার পাঁচতারা হোটেল ওয়েস্টিনে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। এখন চলছে এর আয়োজনের প্রস্তুতি।
তিশা জানিয়েছেন, ১৬ জুলাই তাঁর বড় ভাইয়ের প্রথম বিবাহবার্ষিকী। তাই এ দিনকে তিনি ও ফারুকী তাঁদের বিয়ের জন্য বেছে নিয়েছেন। তাঁরা জানান, তাঁদের বিয়ের কেনাকাটা করা হবে দুবাই, ব্যাংকক ও কলকাতায়। বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন ফারুকি ও তিশার পরিবারের অভিভাবকেরা। এরই মধ্যে ফারুকী বনানীতে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন এবং তিশাকে নিয়ে তা সাজিয়েছেন।
বিয়ের অনুভূতি জানতে চাইলে ফারুকী মজা করে বললেন, ‘সিংহ প্রজাতি থেকে আমি ইঁদুর প্রজাতিতে রূপ নিতে যাচ্ছি।’ ফারুকির এ মন্তব্যের প্রতিবাদ করেন তিশা, ‘আমার স্বামী বিয়ের পরও সিংহ হয়েই থাকবে। কারণ আমি চাই, এখন ও যেভাবে কাজকর্ম করছে, বিয়ের পরও সেভাবেই চালিয়ে যাবে।’
ফারুকী সমর্থন করলেন তিশাকে। বললেন, তিশাও বিয়ের পর তাঁর কাজ এখনকার মতোই চালিয়ে যাবেন।
কে আগে ভালোবাসার কথা বলেছিলেন, জানতে চাইলে ফারুকী বললেন, ‘আমি প্রথম তিশাকে আমার ভালো লাগার কথা জানিয়েছিলাম।’ ২০০৫ সালের ৩১ অক্টোবর এক শুটিংয়ে তিশাকে ভালো লাগার কথা বললে তিশাও তাঁর ভালোবাসার কথা ফারুকীকে জানান।
Thursday, May 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment