প্রথম আলো, তারিখ: ২০-০৫-২০১০: লিওনেল মেসিকে আক্রমণভাগের কেন্দ্রে রেখে গতকাল বুধবার বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ডিয়েগো ম্যারাডোনা। এ মাসের গোড়ার দিকে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া ডিফেন্ডার অ্যারিয়েল গ্রেসকে চূড়ান্ত দলে নিয়ে চমক সৃষ্টি করেছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। ২০০৬ সালে ডোপিংয়ের অভিযোগে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন গ্রেস।
আর্জেন্টিনার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এ মাসের ২৮ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন ফুটবলাররা। বিশ্বকাপের বি-গ্রুপে ১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রিস, নাইজেরিয়া ও দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার চূড়ান্ত দলে গোলরক্ষক তিনজন ও আক্রমণভাগে ছয়জন রাখা হয়েছে। রক্ষণভাগ ও মিড ফিল্ডে রাখা হয়েছে সাতজন করে ফুটবলার।
দল ঘোষণার পর বিবিসিকে ম্যারাডোনা বলেন, ‘আমি বিশ্বকাপে বিশেষ কোনো জায়গায় আটকে রাখতে চাই না। তার মাধ্যমে প্রতিটি বল পাস হবে এমনটাই প্রত্যাশা করি আমি।’
গোলরক্ষক : সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দোজার ও ডিয়েগো পোজো।
ডিফেন্ডার: নিকোলাস বুরদিসো, মার্টিন ডেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাব্রিয়েল হেইঞ্জ, নিকোলাস ওটামেন্ডি, ক্লেমেন্তে রদ্রিগেজ ও অ্যারিয়েল গ্রেস।
মিড ফিল্ডার: হাভিয়ের মাচেরানো, সেবাস্তিয়ান ভেরন, ম্যাক্সি রদ্রিগেজ, মারিও বোলাত্তি, অ্যাঙ্গেল ডি মারিয়া, হোনাস গুতিয়েরেজ ও হাভিয়ের পাস্তেরো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, মার্টিন পালের্মো, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো ও কার্লোস তেভেজ।
Thursday, May 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment